জন্মদিনে বিরাট চমক মোদীর, সটান হাজির মেট্রোতে, চমকে গেলেন সবাই

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারকা সেক্টর ২১ থেকে নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণের উদ্বোধন করেছেন।

author-image
SWETA MITRA
17 Sep 2023 আপডেট করা হয়েছে 18 Sep 2023
modi metro.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের অন্য রূপে ধরা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের সঙ্গে দিল্লিতে মেট্রোতে ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। সেইসঙ্গে দ্বারকা সেক্টর ২১ থেকে নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণের উদ্বোধন করার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর কর্মীদের সাথে মতবিনিময় করেন।