রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

author-image
SWETA MITRA
New Update
modi murmu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন ভারতেরপ্রেসিডেন্টদ্রৌপদীমুর্মু (Draupadi Murmu)। তাঁকেঅভিনন্দনজানিয়েছেনভারতেরপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)। জানা গিয়েছে,ভারতেররাষ্ট্রপতিসুরিনামেরসর্বোচ্চবেসামরিকসম্মানেভূষিতহয়েছেন। আর এরপরেইরাষ্ট্রপতিদ্রৌপদীমুর্মুকেশুভেচ্ছাজানিয়েছেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী।আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় লেখেন, ‘"সুরিনামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেইন অফ দ্য ইয়েলো স্টার’-এ ভূষিত হওয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন। সুরিনামের সরকার এবং জনগণের এই বিশেষ অঙ্গভঙ্গি আমাদের দেশগুলির মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রতীক।“