নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ের মাটি থেকে ফের একবার নকশাল মুক্ত ভারতের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''দীর্ঘ ৫০-৫৫ বছর ধরে ছত্তিশগড়ের মানুষ মাওবাদী সন্ত্রাসের কারণে গভীরভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। কিন্তু আজ ছত্তিশগড় অবশেষে নকশাল ও মাওবাদী সন্ত্রাসের কবল থেকে মুক্ত হচ্ছে। যারা সংবিধান রক্ষার ভান করে তারা দশকের পর দশক ধরে আপনাদের রাজনৈতিক লাভের জন্য শুধু ব্যবহার করেছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/01/screenshot-2025-11-01-411-pm-2025-11-01-16-51-23.png)
এরপর তিনি বলেন,''মাত্র নয় বছর আগে দেশের প্রায় ১২৫টি জেলা মাওবাদী প্রভাবিত ছিল। তবে বর্তমান সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার ফলে সেই সংখ্যা এখন কমে এসেছে। বর্তমানে মাত্র তিনটি জেলায় মাওবাদীরা এখনও তাদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। তবে খুব শীঘ্রই ছত্তিশগড় এবং ভারতের প্রতিটি কোণ মাওবাদী সন্ত্রাস থেকে সম্পূর্ণ মুক্ত হবে।''
নকশাল ও মাওবাদী সন্ত্রাস মুক্ত হওয়ার পথে ছত্তিশগড়,খুব শীঘ্রই সারা দেশ মুক্ত হবে ! ফের নকশাল মুক্ত ভারতের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
কি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী ?
নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ের মাটি থেকে ফের একবার নকশাল মুক্ত ভারতের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''দীর্ঘ ৫০-৫৫ বছর ধরে ছত্তিশগড়ের মানুষ মাওবাদী সন্ত্রাসের কারণে গভীরভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। কিন্তু আজ ছত্তিশগড় অবশেষে নকশাল ও মাওবাদী সন্ত্রাসের কবল থেকে মুক্ত হচ্ছে। যারা সংবিধান রক্ষার ভান করে তারা দশকের পর দশক ধরে আপনাদের রাজনৈতিক লাভের জন্য শুধু ব্যবহার করেছে।"
এরপর তিনি বলেন,''মাত্র নয় বছর আগে দেশের প্রায় ১২৫টি জেলা মাওবাদী প্রভাবিত ছিল। তবে বর্তমান সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার ফলে সেই সংখ্যা এখন কমে এসেছে। বর্তমানে মাত্র তিনটি জেলায় মাওবাদীরা এখনও তাদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। তবে খুব শীঘ্রই ছত্তিশগড় এবং ভারতের প্রতিটি কোণ মাওবাদী সন্ত্রাস থেকে সম্পূর্ণ মুক্ত হবে।''