প্রধান বিচারপতির ওপর আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ! বলে দিলেন বড় কথা

কি বললেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : আজ সুপ্রিম কোর্ট চত্বরে ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India) বিচারপতি বি আর গাভাই (Justice B R Gavai)-এর ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই ঘটনাটিকে দেশের বিচার ব্যবস্থার ওপর আঘাত বলে উল্লেখ করে বিচারপতি গাভাইয়ের সাহসিকতার প্রশংসা করেছেন।

তিনি বলেন,''আজ সুপ্রিম কোর্ট চত্বরে বিচারপতি গাভাইয়ের ওপর যে হামলা হয়েছে, তাতে প্রতিটি ভারতীয় যথেষ্ট ক্ষুব্ধ। আমাদের সমাজে এমন নিন্দনীয় কাজের কোনও স্থান নেই। এই কাজটি সম্পূর্ণভাবে নিন্দনীয়।"

gavai

এরপর তিনি বলেন,''এরকম একটি পরিস্থিতিতেও বিচারপতি গাভাই যে শান্ত এবং ধীরস্থির মনোভাব দেখিয়েছেন, সেই কারণে আমি তার প্রশংসা করি। এটি ন্যায়বিচারের মূল্যবোধ এবং আমাদের সংবিধানের চেতনাকে শক্তিশালী করার প্রতি তাঁর অঙ্গীকারকেই তুলে ধরে।"

প্রধানমন্ত্রীর এই বার্তা থেকে একথা স্পষ্ট যে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির উপর হওয়া এই ধরনের আক্রমণকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে।