নিজস্ব সংবাদদাতা : কোনও দেশের ওপর নির্ভরশীল হলে চলবে না,আত্মনির্ভর হতেই হবে ভারতকে,আজ এমনটাই দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''একটি পরিবর্তনশীল বিশ্বে কোনও দেশই যত বেশি অন্যের উপর নির্ভরশীল হবে, তার প্রবৃদ্ধিও ঠিক তত বেশি বাধাগ্রস্ত হবে। অতএব, ভারতের মতো একটি দেশের পক্ষে কারও উপর নির্ভর করা সম্ভব নয়। ভারতকে আবশ্যিকভাবে আত্মনির্ভর হতে হবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/UeoyakaUw46Z9oowuaVv.jpg)
এরপর তিনি জোর দিয়ে বলেন যে,''প্রতিটি পণ্য যা ভারতে তৈরি করা সম্ভব, তা ভারতেই তৈরি হওয়া উচিত।'' প্রধানমন্ত্রীর এই বক্তব্য তার 'আত্মনির্ভর ভারত' এবং 'মেক ইন ইন্ডিয়া' মিশনের মূল ভাবনাকে আরও একবার স্পষ্ট করে তুলে ধরেছে।
কোনও দেশের ওপর নির্ভরশীল হলে চলবে না,আত্মনির্ভর হতেই হবে ! যুবসমাজকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী
কি বললেন প্রধানমন্ত্রী ?
নিজস্ব সংবাদদাতা : কোনও দেশের ওপর নির্ভরশীল হলে চলবে না,আত্মনির্ভর হতেই হবে ভারতকে,আজ এমনটাই দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''একটি পরিবর্তনশীল বিশ্বে কোনও দেশই যত বেশি অন্যের উপর নির্ভরশীল হবে, তার প্রবৃদ্ধিও ঠিক তত বেশি বাধাগ্রস্ত হবে। অতএব, ভারতের মতো একটি দেশের পক্ষে কারও উপর নির্ভর করা সম্ভব নয়। ভারতকে আবশ্যিকভাবে আত্মনির্ভর হতে হবে।"
এরপর তিনি জোর দিয়ে বলেন যে,''প্রতিটি পণ্য যা ভারতে তৈরি করা সম্ভব, তা ভারতেই তৈরি হওয়া উচিত।'' প্রধানমন্ত্রীর এই বক্তব্য তার 'আত্মনির্ভর ভারত' এবং 'মেক ইন ইন্ডিয়া' মিশনের মূল ভাবনাকে আরও একবার স্পষ্ট করে তুলে ধরেছে।