প্রধানমন্ত্রী স্বাগত জানালেন পুতিনকে, বন্ধুকে নিয়ে লিখলেন আবেগঘন বার্তা

ভারত-রাশিয়া বন্ধুত্ব আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
G7VREtWa4AAuzUV

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেশে এসেছেন প্রিয় বন্ধু। আর তাঁকে স্বাগত জানালেন খোদ প্রধানমন্ত্রী। এবার তাই নিয়েই করলেন টুইট। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “আমার বন্ধু, রাষ্ট্রপতি পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আজ সন্ধ্যার পরে এবং আগামীকাল আমাদের কথোপকথনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারত-রাশিয়া বন্ধুত্ব একটি সময়-পরীক্ষিত বন্ধুত্ব যা আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে”।

G7VRH0dbcAA5oYh