/anm-bengali/media/media_files/MVQInxBOtcVfZOk9Qvql.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃদেশের বিরোধী দলগুলোর দু'দিনের বৈঠক এবার কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। পাটনায় বিরোধীদের প্রথম বৈঠক হয়েছিল নীতিশ কুমারের জেডি(ইউ)-এর ডাকে। এবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক কংগ্রেসের ডাকে। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে ঐকব্যদ্ধ লড়াই কোন পথে হবে তা ঠিক করতেই বেঙ্গালুরুতে এই বৈঠক। পাটনার বৈঠকে বিরোধী দলের নেতারা একমত হয়েছিল এক হয়ে লড়াইয়ের।
#WATCH | Opposition is just forming a corruption committee all over India. They will not do anything else. PM Modi works for the development of India. He will return as the Prime Minister in 2024: Saumitra Khan, Vice President of West Bengal unit of the BJP on Opposition meet pic.twitter.com/rhJLl48nYN
— ANI (@ANI) July 17, 2023
প্রথম দিনের বিরোধী দলের বৈঠকের পর বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সহ-সভাপতি সৌমিত্র খাঁ বলেন, " বিরোধীরা সারা ভারত জুড়ে একটি দুর্নীতি কমিটি গঠন করছে। তারা আর কিছু করবে না। প্রধানমন্ত্রী মোদী ভারতের উন্নয়নের জন্য কাজ করছেন। ২০২৪ সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us