/anm-bengali/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-1059-pm-2025-07-17-22-37-19.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সফরে আসছেন। তিনি ওইদিন রাজ্যে তিনটি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/W5lmDPkTdV4pFxo1WNb4.jpg)
গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, "৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী আসাম সফরে আসছেন এবং তিনি তিনটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।" তবে এই কর্মসূচিগুলির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই সফরের মাধ্যমে রাজ্যে একাধিক উন্নয়নমূলক ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Guwahati, Assam | Chief Minister Himanta Biswa Sarma says, "On September 8, Prime Minister Narendra Modi will visit Assam and he will attend three government programmes." pic.twitter.com/KJxpvrlZ8E
— ANI (@ANI) July 17, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us