ধ্যানে বসছেন মোদী!

ধ্যানস্থ হবেন মোদী।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
PM-Modi-3-1

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের ফল প্রকাশের আগে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যান করতে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্বামীজি ধ্যানস্থ হন। আগামী ৩০ মে, সপ্তম দফার ভোটপ্রচারের শেষদিন তামিলনাড়ুতে তিনদিনের সফরে যাবেন দেশের প্রধানমন্ত্রী। ৩০ মে সন্ধ্যা থেকে ধ্যান মণ্ডপমে ধ্যান শুরু হবে যা চলবে ১ জুন সন্ধ্যা পর্যন্ত।

चुनाव प्रचार खत्म कर ध्यान में लीन हो जायेंगे पीएम मोदी

ভোটের ফলপ্রকাশ হবে আগামী ৪ জুন। 

Add 1