/anm-bengali/media/media_files/G6zejHdetX00X3ZNq1C8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার সংসদে জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি কী বক্তব্য পেশ করেন সেদিকে নজর রয়েছে গোটা দেশবাসী থেকে শুরু করে রাজনৈতিক মহলের। যদিও এই নিয়ে এবার নজিরবিহীন কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান (Derek O Brien)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘সংসদের বর্ষাকালীন অধিবেশনের সারসংক্ষেপ…
লোকসভাঃ ২১ দিন নিখোঁজ থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত জোট (I.N.D.I.A) অনাস্থা প্রস্তাব উত্থাপন করায় আজ মণিপুর নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে।
Summary #ParliamentMonsoonSession
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 10, 2023
Lok Sabha. After MISSING for 21 days, PM @narendramodi has been COMPELLED to speak on #Manipur today becos INDIA alliance moved a No Confidence Motion
Rajya Sabha. Session ends 11 Aug,PM @narendramodi still ABSCONDING
Bills bulldozed daily