অনন্য উপহার পেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী

নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময় 'সেনগোল' উপহার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Aniruddha Chakraborty
25 May 2023
অনন্য উপহার পেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী

নিজস্ব সংবাদদাতাঃ এক অনন্য উপহার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাদুরাই আদিনামের ২৯৩ তম প্রধান পুরোহিত শ্রী হরিহর দেশিকা স্বামীগাল বলেন, "আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করব এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময় তাঁকে 'সেনগোল' উপহার দেব।"

উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট পণ্ডিত জওহরলাল নেহেরু ব্রিটিশদের কাছ থেকে ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে ঐতিহাসিক রাজদণ্ড 'সেনগোল' গ্রহণ করেছিলেন।

২৮ শে মে মাদুরাই আদিনামের প্রধান পুরোহিত প্রধানমন্ত্রী মোদীর কাছে একই স্পেক্টর হস্তান্তর করবেন।