জি-২০ সম্মেলন : ব্যক্তিগত নৈশভোজ! আরো কাছাকাছি মোদী-বাইডেন

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী। এমতাবস্থায় জি-২০ সম্মেলনে বাইডেনের যোগ দেওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন একটা থেকেই গিয়েছিল। অবশেষে ভারত সফরে আসছেন বাইডেন। প্রস্তুত ভারতের প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

author-image
Pallabi Sanyal
New Update
12

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : রাত পেরলেই জি-২০ সম্মেলন। ইতিমধ্যেই ভারতে পা রাখতে শুরু করেছেন আমন্ত্রিতরা। অবশেষে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হাজার ব্যস্ততার মাঝে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজনও করতে চলেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নৈশভোজের আগে হতে চলেছে  দ্বিপাক্ষিক বৈঠক। দিল্লিতে পা রাখার পর হতে চলেছে মোদী-বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক।

pm modi: "I should take your autograph..." US President Joe Biden to PM Modi  - The Economic Times

উভয় নেতা জিই জেট ইঞ্জিন চুক্তি এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তি সংক্রান্ত অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে নেতারা পরিচ্ছন্ন শক্তি, বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা করবেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে, আমেরিকা ও ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, ছাত্রদের গতিশীলতা এবং আরও অনেক কিছু ক্ষেত্রে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্গারেট ম্যাকলিওড বলেছেন, "ভারতের তরুণদের উচ্চাকাঙ্ক্ষা দেখে আমেরিকা ভারতের সাথে কাজ করতে চায়।" দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবনেই হবে ডিনার। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের তিন মাস পরে প্রথম ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট।নয়াদিল্লি থেকে প্রেসিডেন্ট বাইডেন ভিয়েতনামে রওনা হবেন বলে মনে করা হচ্ছে।