/anm-bengali/media/media_files/QPAlwGsiii2oHtUjPWAh.jpg)
নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর X (টুইটার) ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিছু নির্বাচিত মহিলাদের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছেন। তার এই উদ্যোগের মাধ্যমে, কিছু বিশেষ মহিলা তাঁদের জীবনের অনুপ্রেরণামূলক গল্প, সাফল্য এবং অভিজ্ঞতা সরাসরি প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শেয়ার করতে পারবেন, বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে।
/anm-bengali/media/media_files/UeoyakaUw46Z9oowuaVv.jpg)
প্রধানমন্ত্রী মোদি এর আগে ২০২০ সালে আন্তর্জাতিক নারী দিবসে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নারীদের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, যা নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের কণ্ঠস্বরকে আরও বেশি শ্রোতাদের কাছে পৌঁছানোর একটি প্রচেষ্টা ছিল। এই বছরের উদ্যোগও সেই ধারাবাহিকতার অংশ, যা সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের সংগ্রামের গল্পগুলি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হিসেবে কাজ করবে।
PM Modi to handover his X, Instagram accounts to selected women on International Women's Day
— ANI Digital (@ani_digital) February 23, 2025
Read @ani Story | https://t.co/afSveKW4US#PMModi#InternationalWomensDay#Womenday#narishaktipic.twitter.com/jYBdlErp9x
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us