/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অর্থাৎ আজ রাজ্যসভায় বক্তব্য রাখবেন এবং রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেবেন।
Prime Minister Narendra Modi will speak in the Rajya Sabha on the Motion of Thanks to the President's Address at around 12 noon. pic.twitter.com/YQqV0GqVlH
— ANI (@ANI) July 3, 2024
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, "আজ দুপুর ১২টা নাগাদ রাজ্যসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন।"
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন চেয়ারম্যান জগদীপ ধনখর। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই ধরনের ঘটনা যাতে এড়ানো যায়, সেজন্য সংসদ নেতাকে এলওপির সঙ্গে একযোগে কাজ করতে বলেন চেয়ারম্যান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us