/anm-bengali/media/media_files/Tnt26wNU9KuaSTXHWq2Q.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার ‘ঐতিহাসিক’ নতুন সংসদ ভবন উদ্বোধনের পর ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০১ তম পর্বে প্রধানমন্ত্রী ‘যুব সঙ্গম’ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘যুব সঙ্গমের প্রথম রাউন্ডে প্রায় ১,২০০ যুবক-যুবতী দেশের ২২টি রাজ্য সফর করেছেন। এদিকে যারা এই সঙ্গমের অংশ ছিলেন, তাঁরা সকলেই এমন স্মৃতি নিয়ে ফিরছেন, যা সারা জীবন তাঁদের হৃদয়ে গেঁথে থাকবে।‘
In the first round of Yuva Sangam, about 1,200 youths toured 22 states of the country. Everyone who have been a part of it, are returning with such memories, which will remain etched in their hearts for the rest of their lives: PM Modi during the 101st episode of #MannKiBaatpic.twitter.com/6H9DC2LkF0
— ANI (@ANI) May 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us