'কর্তব্য কাল', ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে সাই হীরা গ্লোবাল কনভেনশন সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
MODI AN.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার ভিডিওকনফারেন্সেরমাধ্যমেঅন্ধ্রপ্রদেশেরপুট্টাপার্থিতেসাইহীরাগ্লোবালকনভেনশনসেন্টারেরউদ্বোধনকরলেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত তার কর্তব্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। স্বাধীনতার পরবর্তী ২৫ বছর হতে চলেছে আমাদের কর্তব্য কাল।‘

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, "আমাদের দেশে সাধুদের প্রায়শই প্রবাহিত জল হিসাবে বর্ণনা করা হয় কারণ সাধুরা কখনও তাদের চিন্তাভাবনা নিয়ে থেমে থাকেন না, বা তারা কখনও তাদের ক্রিয়াকলাপ দিয়ে থেমে যান না। ক্রমাগত প্রবাহ এবং ক্রমাগত প্রচেষ্টা সাধুদের জীবন।"