অলিম্পিকে ব্রোঞ্জ পদক ভারতের-অভিনন্দন মনু, গর্বিত দেশবাসী! ফোন করলেন খোদ প্রধানমন্ত্রী মোদী

প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের জন্য মনু ভাকেরকে ফোনে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Aniruddha Chakraborty
New Update
pm modio1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মনু ভাকেরের সঙ্গে কথা বলেন এবং চলমান প্যারিস অলিম্পিকে ১০ মিটার মহিলা এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় শ্যুটারকে অভিনন্দন জানান।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে শুটিংয়ে পদক জিতলেন ভাকের। ভাকের ২২১.৭ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতে চলতি মেগা ইভেন্টে ভারতের প্রথম পদক এনেছিলেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, "জয়ের জন্য অভিনন্দন মনু। তুমি পদক জিতেছ বলে আমি খুব খুশি। যদিও আপনি মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া করেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি দেশকে গর্বিত করেছেন।"