মোদীর জন্মদিন, এশিয়া চ্যাম্পিয়ন ভারত! প্রধানমন্ত্রী দিলেন বিশেষ বার্তা

ভারতীয় দলকে নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

pm modi.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মহম্মদ সিরাজের ২১ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেওয়া আগুনে স্পেলে ভর করে এশিয়া কাপ জিতল ভারত। আর বড় টুর্নামেন্টের নক আউটে আটকে না থেকে বিশ্বকাপের আগে এশিয় সেরার ট্রফি ঘরে তুলল রোহিত শর্মার দল। কলম্বোয় ফাইনালে শ্রীলঙ্কাকে একেবারে ১০ উইকেটে ধরাশায়ী করে এই নিয়ে মোট আটবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। ২০১৮-র পর ২০২৩ সালে এশিয়া কাপে ট্রফি জিতল রোহিত শর্মার দল। বিশ্বকাপের আগে অপ্রতিরোধ্য ফর্মে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "টিম ইন্ডিয়া ভালো খেলেছে। এশিয়া কাপ জেতার জন্য অভিনন্দন। আমাদের খেলোয়াড়রা পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ দক্ষতা দেখিয়েছে।"

ন্মনব