বন্দে ভারত মধ্যবিত্তদের কাছে বিমানের সমান, বললেন প্রধানমন্ত্রী

আজ শুক্রবার গোরক্ষপুর-লখনউ এবং যোধপুর-আহমেদাবাদ রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুটি ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে এবং পর্যটনকে বাড়িয়ে তুলবে বলে আশাবাদী সকলে।

author-image
SWETA MITRA
New Update
modi vande.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গিয়ে হাজির হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে গোরক্ষপুরে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন,‘বন্দেভারতট্রেনদেশেরমধ্যবিত্তদের একটিনতুন বিমানের সমান, এই ট্রেনে সকল সুযোগ সুবিধা রয়েছে।‘গীতাপ্রেসেরশতবর্ষউদযাপনঅনুষ্ঠানেপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীবলেন, "আজদেশেরপ্রতিটিপ্রান্তথেকেনেতারাআমাকেচিঠিলিখে বলছেন যেবন্দেভারত তাঁদের অঞ্চলেও যেন চালানোহোক।‘'