New Update
/anm-bengali/media/media_files/7vsLxQslkQe7ZhTrJWBW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi) দিল্লিবিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদেরজ্ঞানআছেতারাশক্তিশালী।দিল্লিবিশ্ববিদ্যালয়েআসাআমারকাছেবাড়িফেরারমতো।দিল্লিবিশ্ববিদ্যালয়ভারতেরইতিহাসেবেঁচেআছে।স্বাধীনতারপূর্বেপ্রতিষ্ঠিতএই শিক্ষা প্রতিষ্ঠানটিস্বাধীনতারসংগ্রামদেখেছেএবংউন্নয়নেরবিকাশওপ্রত্যক্ষকরছে।‘
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যোগব্যায়াম, আমাদের বিজ্ঞান, আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের শৈলী, আমাদের রন্ধনপ্রণালী নিয়ে এখন গোটা বিশ্বে আলোচনা হচ্ছে। সবার জন্য তৈরি হচ্ছে নতুন এক আকর্ষণ। অতএব, সেই ভারতীয় যুবকদের চাহিদাও বাড়ছে যারা ভারত সম্পর্কে বিশ্বকে জানাতে পারে। '
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us