প্রধানমন্ত্রীর নিশানায় পাকিস্তান, সীমান্তে সন্ত্রাস নিয়ে কড়া বার্তা মোদীর

এসসিও সামিটে ফের একবার সীমান্তে সন্ত্রাসবাস প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতিমতো নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়ার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন মোদী।

author-image
SWETA MITRA
New Update
modi sco.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO Meeting) ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার তিনি বলেন, ‘এসসিও ইউরেশিয়ার শান্তি, সমৃদ্ধি উন্নয়নের জন্য একটি প্রধান ফোরাম হিসেবে আবির্ভূত হয়েছে। ইউরেশিয়ার সঙ্গে ভারতের হাজার হাজার বছরের পুরনো সাংস্কৃতিক জনগণের সম্পর্ক আমাদের অভিন্ন ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য। এসসিও- সভাপতি হিসেবে ভারত বহুমুখী সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।‘

 

এছাড়া এদিন তিনি পাকিস্তানের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন। প্রধানমন্ত্রী বলেন, 'যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে।‘ পাকিস্তানের নাম উল্লেখ না করে মোদী বলেন, 'কিছু দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। এসসিও-র উচিত এই ধরনের দেশগুলির বিরুদ্ধে সমালোচনা করা।‘

 

তিনি বলেন, ভারত ও আফগানিস্তানের জনগণের মধ্যে বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গত দুই দশকে ভারত আফগানিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রেখেছে। এমনকি ২০২১ সালের ঘটনার পরেও ভারত আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করতে বা মৌলবাদী মতাদর্শ প্রচারের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করা গুরুত্বপূর্ণ নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এসসিও ভুক্ত দেশগুলোর প্রধানরা এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন।