বিরোধীদের জোট 'অহংকারী'! বিশেষ তকমা দিলেন প্রধানমন্ত্রী

সংসদের বর্ষা কালীন অধিবেশনের চতুর্দশ দিনে সরকার ও বিরোধীরা বৈঠকে বসে রাজনৈতিক বিতর্কের আগে একটি কৌশল তৈরি করছে। আজ লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

author-image
SWETA MITRA
New Update
modi bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার আবারও বিজেপিরসংসদীয়দলেরবৈঠকেপ্রধানমন্ত্রীমোদী(Narendra Modi) বিরোধীজোটকেআক্রমণকরলেন।প্রধানমন্ত্রীমোদী বিরোধী জোটকে অহংকারী জোট বলে বর্ণনা করেন। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বিরোধীরা তোষণের রাজনীতি করে।  কিছুলোকবলেছিলেনযে২০২৪সালেরআগেরাজ্যসভার যেভোটহবে সেটি হবেসেমিফাইনাল।‘  

সূত্রেরখবর, আজকের বৈঠকেপ্রধানমন্ত্রীমোদীবলেন, ‘বিরোধীরাঅবিশ্বাসেভরাএবংতাদেখানোরজন্যইতারা অনাস্থাপ্রস্তাবএনেছেন।প্রতিপক্ষসেমিফাইনালচেয়েছিলএবংগতকালসেমিফাইনালছিল।ফলাফলসবারসামনে।যারাসামাজিকন্যায়বিচারেরকথাবলেন, তারাপরিবারতন্ত্র, তুষ্টকরণ, দুর্নীতিগ্রস্তরাজনীতিরমাধ্যমেসবচেয়েবেশিক্ষতিকরেছেন।‘

উল্লেখ্য, মঙ্গলবারদ্বিতীয়মেয়াদেপ্রথমঅনাস্থাপ্রস্তাবেরমুখোমুখিহতেচলেছেমোদীসরকার।কংগ্রেসনেতারাহুলগান্ধীওএইসময়েসংসদেউপস্থিতথাকবেন।কংগ্রেসনিশ্চিতকরেছেযেসরকারেরবিরুদ্ধেঅনাস্থাপ্রস্তাবেরবিতর্কেরসময়রাহুলদলেরপক্ষেপ্রধানবক্তাহবেন।

এদিকে বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদের উভয় কক্ষের কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করেছেন। আজ লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা শুরু করবেন রাহুল গান্ধী।

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার আগে বিরোধী জোটগুলিও বৈঠক করছে। এই বৈঠকে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার কৌশল তৈরি করা হবে। এদিকে বিজেপি সংসদীয় দলের বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।  কংগ্রেসের চিফ হুইপ কে সুরেশ বলেন, 'আজ লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রথমে কংগ্রেসের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখবেন। আমাদের ইস্যু শুধু মণিপুর। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এ বিষয়ে কিছু বলেননি। আমরা ক্রমাগত দাবি করে আসছি যে তিনি সংসদে আসুন এবং মণিপুরের পরিস্থিতি সম্পর্কে একটি বিবৃতি দিন কিন্তু তিনি প্রস্তুত নন। সেই কারণেই আমরা লোকসভায় মুলতুবি প্রস্তাবের নোটিশ দিয়েছি। অবশ্যই আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু আমরা চাই প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দেখাক। '

At the BJP Parliamentary Party meeting, according to Source present inside, PM Modi said, "Opposition is full of distrust and to show this, they have brought No Confidence Motion." Source also added that PM said, "A few people had said that the voting in Rajya Sabha will be… https://t.co/2vknoUL5f3

— ANI (@ANI) August 8, 2023