BREAKING: ২২ এপ্রিলের হামলার বদলা আমরা ২২ মিনিটে নিয়েছি- বড় ঘোষণা মোদীর!

এই বিষয়ে আর কি বললেন মোদী?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের করণী মাতা মন্দির দর্শন করলেন। তিনি আজ রাজস্থান থেকে ভার্চুয়ালি ১০০টিরও বেশি 'অমৃত স্টেশন' উদ্বোধন করবেন। এই উপলক্ষ্যে এক জনসমাবেশে তিনি পহেলগাঁও হামলার ঘটনা স্মরণ করলেন। 

মোদী বলেন, "পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত। ২২ এপ্রিল ধর্ম বেছে বেছে খুন করা হয়েছে। ২২ এপ্রিলের হামলার বদলা আমরা ২২ মিনিটে নিয়েছি। সিঁদুর যখন বারুদ হয় তখন তার ফল দেশবাসী দেখেছে। জঙ্গিদের ৯টি ঠিকানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুর দেশের নতুন স্বরূপ। জঙ্গিদেরকে ধুলোয় মেশানোর সংকল্প নিয়েছিল দেশবাসী। সিঁদুর যারা মুছতে বেরিয়েছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে"। 

modirajas