রাম মন্দির বিজেপির নির্বাচনী ইস্যু! জনসমক্ষে কংগ্রেসকে বড় তথ্য মোদীর

রাম মন্দির নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

New Update
ppolp10.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ উধমপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "কংগ্রেস বলছে রাম মন্দির বিজেপির নির্বাচনী ইস্যু। আমি বলতে চাই, রাম মন্দির কখনই নির্বাচনী ইস্যু ছিল না, ভবিষ্যতেও নির্বাচনী ইস্যু হয়ে উঠবে না। বিজেপির জন্মের আগে থেকেই রাম মন্দিরের জন্য লড়াই চলছিল। যখন বিদেশী আক্রমণকারীরা আমাদের মন্দিরগুলো ধ্বংস করেছিল, তখন ভারতবাসী তাদের ধর্মীয় স্থানগুলো রক্ষার জন্য লড়াই করেছিলেন। কংগ্রেস ও তার সহযোগী দলের নেতারা বড় বড় বাংলোয় থাকতেন, কিন্তু রামলালার তাঁবু বদলের কথা উঠলে তাঁরা মুখ ফিরিয়ে নিতেন।" 

ppolp9.jpg

Add 1