শিবু সোরেনকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী

দিল্লিতে স্যার গঙ্গারাম হাসপাতালে শিবু সোরেনকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-04 2.50.25 PM

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক শিবু সোরেনের প্রয়াণে আজ স্যার গঙ্গারাম হাসপাতালে পৌঁছে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দীর্ঘ অসুস্থতার পর আজ সকালে ৮টা ৫৬ মিনিটে শিবু সোরেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি এবং গত এক মাস ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

প্রধানমন্ত্রী তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “তিনি ছিলেন এক তৃণমূল নেতা, যিনি আদিবাসী, দরিদ্র ও বঞ্চিতদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

শিবু সোরেনের মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ সন্ধ্যায় তাঁর মরদেহ রাঁচিতে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে।