/anm-bengali/media/media_files/bnmZv24Zd1TI3hl82O99.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটের রাজকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধিকারিকদের মতে, প্রচণ্ড অগ্নিকাণ্ডের কারণে কাঠামোটি ধসে পড়েছে।
Prime Minister Narendra Modi tweeted, "Extremely distressed by the fire mishap in Rajkot. My thoughts are with all those who have lost their loved ones. Prayers for the injured. The local administration is working to provide all possible assistance to those affected." pic.twitter.com/TSsE57nK9U
— ANI (@ANI) May 25, 2024
অগ্নিকাণ্ডের ঘটনার পর মোদী টুইটারে বলেন, 'রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের জন্য প্রার্থনা করছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।'
তিনি আরও বলেন, "রাজকোটের অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের সকলকে দুঃখ দিয়েছে। কিছুক্ষণ আগে টেলিফোন কথোপকথনে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলজি আমাকে জানিয়েছেন যে, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সবরকম সহায়তা নিশ্চিত করতে যে সমস্ত প্রয়াস চলছে।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us