আরও কাছে হল আসাম, সবুজ পতাকা দেখালেন প্রধানমন্ত্রী

অপেক্ষার অবসান, আজ সোমবার অবশেষে আসামে উত্তর-পূর্বাঞ্চলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

author-image
SWETA MITRA
New Update
modi assam.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, আজ সোমবার অবশেষে আসামেউত্তর-পূর্বাঞ্চলেরপ্রথমবন্দেভারতএক্সপ্রেসট্রেনেরউদ্বোধনকরলেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।উত্তর-পূর্বমুখীবন্দেভারত (Vande Bharat Express train) পশ্চিমবঙ্গেরনিউজলপাইগুড়িস্টেশনএবংআসামেরগুয়াহাটিরমধ্যেচলাচলকরবে বলে খবর। এদিন এই ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, "উত্তর-পূর্বাঞ্চলের সংযোগ সম্পর্কিত তিনটি কাজ চলছে। উত্তর-পূর্বাঞ্চলে প্রথম মেড ইন ইন্ডিয়া বন্দে ভারত হচ্ছে। এটি পশ্চিমবঙ্গকে সংযুক্ত কারী তৃতীয় বন্দে ভারত।“