/anm-bengali/media/media_files/2024/11/23/1000109732.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রচুর পুণ্যার্থী মারা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এই নিয়ে পোস্ট করলেন।
তিনি লেখেন, প্রয়াগরাজ মহাকুম্ভে যে দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। যারা এতে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সেই সাথে সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিয়োজিত রয়েছে। এই বিষয়ে, আমি মুখ্যমন্ত্রী যোগীজির সাথে কথা বলেছি এবং আমি রাজ্য সরকারের সাথে অবিরাম যোগাযোগ করছি।
प्रयागराज महाकुंभ में हुआ हादसा अत्यंत दुखद है। इसमें जिन श्रद्धालुओं ने अपने परिजनों को खोया है, उनके प्रति मेरी गहरी संवेदनाएं। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव मदद में जुटा हुआ है। इस सिलसिले में मैंने…
— Narendra Modi (@narendramodi) January 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us