মোদী-বিক্রমাসিংহের বৈঠকে উঠে এল মৎস্যজীবী ইস্যু

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতের নিরাপত্তা উদ্বেগের কথা জানান এবং শ্রীলঙ্কার তামিলদের প্রতি দেশের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান।

author-image
SWETA MITRA
New Update
india sri.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এদিকে শুক্রবার তার সঙ্গেদেখা করেন প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)। দুজনের মধ্যে বেশ কয়েকটি ইস্যু নিয়ে কথা হয়। যার মধ্যে অন্যতম ছিল মৎস্যজীবী ইস্যু। এই সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী খোদ বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্টরনিলবিক্রমাসিংহেরসঙ্গেতাঁরআলোচনায়মৎস্যজীবীরবিষয়টিউঠেএসেছে। প্রধানমন্ত্রী টুইট করেন, "আজআমরাসবাইমৎস্যজীবীদেরজীবিকাসম্পর্কিতবিষয়গুলিনিয়েআলোচনাকরেছি।আমাদেরমানবিকদৃষ্টিভঙ্গিনিয়েএইবিষয়েএগিয়েযাওয়াউচিৎ।“