New Update
/anm-bengali/media/media_files/xyuZ5Xswrbi89qcPKZX3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এদিকে শুক্রবার তার সঙ্গেদেখা করেন প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)। দুজনের মধ্যে বেশ কয়েকটি ইস্যু নিয়ে কথা হয়। যার মধ্যে অন্যতম ছিল মৎস্যজীবী ইস্যু। এই সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী খোদ বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্টরনিলবিক্রমাসিংহেরসঙ্গেতাঁরআলোচনায়মৎস্যজীবীরবিষয়টিউঠেএসেছে। প্রধানমন্ত্রী টুইট করেন, "আজআমরাসবাইমৎস্যজীবীদেরজীবিকাসম্পর্কিতবিষয়গুলিনিয়েআলোচনাকরেছি।আমাদেরমানবিকদৃষ্টিভঙ্গিনিয়েএইবিষয়েএগিয়েযাওয়াউচিৎ।“
President Wickremesinghe and I discussed how to boost the economic partnership between India and Sri Lanka. We also worked to deepen connectivity and cooperation in tourism, energy, trade, education, fintech and skill development.
— Narendra Modi (@narendramodi) July 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us