এই প্রথম, ওমর আবদুল্লার সঙ্গে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তগুলিকে সম্মতি জানাচ্ছেন সকলেই। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলা বোধহয় রাজনৈতিক সমীকরণ গুলোও পাল্টে দিয়েছে। এখন দলীয় মতবিরোধ ভুলে সবাই এক হয়েছেন। কারণ একটাই পণ, পাকিস্তানকে দিতে হবে কড়া জবাব। এবার বিজেপি বিরোধীরাও রাখছেন প্রধানমন্ত্রীর ওপর ভরসা। তাই প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তগুলিকে সম্মতি জানাচ্ছেন সকলেই। 

Omar

এবার সব দ্বিধা ভুলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সাথে পহেলগাঁও হামলা নিয়ে বৈঠক সারলেন ওমর আবদুল্লা। বেশ খানিকক্ষণ এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে। তবে বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও কিছু জানায়নি কোনও পক্ষই। রুদ্ধদ্বার বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে।