২৬/১১ হামলার পর কেন পাকিস্তানকে জবাব দেয়নি কংগ্রেস ? ফের কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

কি বললেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : এবার ২৬/১১ হামলাকে কেন্দ্র করে ফের একবার কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, তিনি বলেছেন যে ২০০৮ সালের ২৬/১১-তে ঘটে যাওয়া মুম্বাই সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক জবাবদানের ক্ষেত্রে বাধা দিয়েছিল একটি দেশ। এখন কংগ্রেস দলের উচিত এই বিষয়ে দেশের জনগণকে জবাব দেওয়া।''

rahul sonia sd1.jpg

এরপর তিনি আরও বলেন,''কংগ্রেসকে স্পষ্ট করতেই হবে কোন দেশ তাদের বাঁধা দিয়েছিল আর কেনই বা তারা সেই নির্দেশ পালন করেছিল ?''