New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার ২৬/১১ হামলাকে কেন্দ্র করে ফের একবার কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, তিনি বলেছেন যে ২০০৮ সালের ২৬/১১-তে ঘটে যাওয়া মুম্বাই সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক জবাবদানের ক্ষেত্রে বাধা দিয়েছিল একটি দেশ। এখন কংগ্রেস দলের উচিত এই বিষয়ে দেশের জনগণকে জবাব দেওয়া।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/iwdZsCL12ba17HPTiTeg.jpg)
এরপর তিনি আরও বলেন,''কংগ্রেসকে স্পষ্ট করতেই হবে কোন দেশ তাদের বাঁধা দিয়েছিল আর কেনই বা তারা সেই নির্দেশ পালন করেছিল ?''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us