/anm-bengali/media/media_files/mRIr8qFHObpJ8mQs0985.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আজ মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৪১তম অধিবেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বই বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। অলিম্পিক গেমসের ভবিষ্যত সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আইওসি অধিবেশনে নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "২০২৯ সালে যুব অলিম্পিক আয়োজন করতে ভারত আগ্রহী। আমরা বিশ্বাস করি ভারত আইওসির সমর্থন অব্যাহত রাখবে।"
#WATCH | Mumbai | At the 141st IOC Session, Prime Minister Narendra Modi says, "India is eager to organise Olympics in the country. India will leave no stone unturned in the preparation for the successful organisation of the Olympics in 2036, this is the dream of the 140 cr… pic.twitter.com/qLPc9CrNuF
— ANI (@ANI) October 14, 2023
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, '২০৩৬ সালে সফল অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে ভারত কোনও প্রচেষ্টা ছাড়বে না। এটি ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্ন। এখানে আইওসি অধিবেশন অনুষ্ঠিত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়।'
Mumbai | At the 141st IOC Session, Prime Minister Narendra Modi says, "IOC Session being held in India after a gap of 40 years is a matter of great pride for us..." pic.twitter.com/1syA15h4Sm
— ANI (@ANI) October 14, 2023
আইওসির ১৪১তম অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, '৪০ বছর পর ভারতে আইওসি অধিবেশন অনুষ্ঠিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।'
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us