New Update
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করবেন দেশের ১০৩টি ‘অমৃত ভারত স্টেশন’। রাজস্থানের বিকানের থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হবে। রেল পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই প্রকল্পে আধুনিক রূপ পাবে বহু স্টেশন।
/anm-bengali/media/media_files/2025/05/22/2TNEDdRyJbXsLAZ0sk0j.jpg)
এই তালিকায় পশ্চিমবঙ্গের তিনটি স্টেশন রয়েছে—উত্তর ২৪ পরগনার কল্যাণী ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। যাত্রী পরিষেবা ও সৌন্দর্যায়নের দিক থেকে এই স্টেশনগুলো নতুন রূপে গড়ে তোলা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us