/anm-bengali/media/media_files/5AxwJArplvq16SUA1aFq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) নিয়ে বৈঠক শুরু করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় বিপর্যয় সম্পর্কিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠক করেছেন।
ভয়াবহ রূপ আকার ধারণ করে গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন বিপর্যয়। এদিকে পূর্ব-মধ্যওতৎসংলগ্নউত্তর-পূর্বআরবসাগরেঅতিপ্রবলঘূর্ণিঝড় 'বিপর্যয়' (Cyclone Biparjoy)-এরপ্রভাবেসৌরাষ্ট্রওকচ্ছউপকূলেকমলাসতর্কতাজারিকরেছেভারতীয়আবহাওয়াঅধিদফতরবাআইএমডি (IMD)। রীতিমতো ফুঁসছে সমুদ্র। আজ সোমবার গুজরাটেরকচ্ছউপকূলীয়অঞ্চলেউচ্চঢেউআঘাতহেনেছে।
আইএমডিজানিয়েছে, অতিপ্রবলঘূর্ণিঝড় 'বিপর্যয়' মধ্যপ্রাচ্যওতৎসংলগ্নউত্তর-পূর্বআরবসাগরেআঘাতহানতেপারে।১২জুন২০২৩সকাল৮টা৩০মিনিটেএটিমধ্যপ্রাচ্যওতৎসংলগ্নউত্তর-পূর্বআরবসাগরেপ্রায়১৯.৪ডিগ্রিউত্তরঅক্ষাংশএবং৬৭.৭ডিগ্রিপূর্বদ্রাঘিমাংশে, পোরবন্দরথেকে৩২০কিলোমিটারদক্ষিণ-পশ্চিমে, দেবভূমিদ্বারকাথেকে৩৬০কিলোমিটারদক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, জাখাউবন্দরথেকে৪৪০কিলোমিটারদক্ষিণ-দক্ষিণ-পশ্চিমেএবংনালিয়া (পাকিস্তান) থেকে৪৪০কিলোমিটারদক্ষিণ-দক্ষিণ-পশ্চিমেঅবস্থিতছিল এই ঘূর্ণিঝড়টি।
ঘূর্ণিঝড়বিপর্যয়টি আগামী ১৪ইজুনসকালপর্যন্তপ্রায়উত্তরদিকেঅগ্রসরহতেপারে, তারপরেউত্তর-উত্তর-পূর্বদিকেঅগ্রসরহতেপারেএবং১৫ইজুনবিকালেরমধ্যেতীব্রঘূর্ণিঝড়েপরিণতহতেপারে।বাতাসেরএকটানাগতিবেগঘণ্টায়১০০কিলোমিটার, যাজাখাউবন্দরেরকাছেমান্ডভি (গুজরাট) এবংকরাচি (পাকিস্তান) এরমধ্যেসৌরাষ্ট্র-কচ্ছএবংসংলগ্নপাকিস্তানউপকূলঅতিক্রমকরতেপারে।ঝড়েরগতিবেগ১৫০কিলোমিটার।এটিএকঘন্টাপর্যন্ত স্থায়ীহতেপারে বলে আশঙ্কা করছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি।
ঘূর্ণিঝড়বিপর্যয়বিপজ্জনকআকারধারণকরায়কচ্ছেরমানুষকেনিরাপত্তারজন্যঅস্থায়ীআশ্রয় কেন্দ্রেস্থানান্তরিতকরাহচ্ছে বলে খবর।কচ্ছেরকান্ডলারদীনদয়ালবন্দরকর্তৃপক্ষেরকর্মকর্তারানিচুএলাকাথেকেলোকজনকেঅস্থায়ীআশ্রয় কেন্দ্রেসরিয়েনিতেশুরুকরেছেন।যেকোনোজরুরিপরিস্থিতিতেতাদেরসতর্কথাকতেবলাহয়েছে।
এই ‘বিপর্যয়’-এরকারণেখারাপআবহাওয়ার সৃষ্টি হয়েছে।এমনকি বিমানবন্দরেররানওয়েবন্ধথাকায়অনেকফ্লাইটবিলম্বিতওবাতিলেরঘোষণাকরেছেএয়ারইন্ডিয়া।এয়ারইন্ডিয়াসোমবারঘোষণাকরেছেযেপ্রতিকূলআবহাওয়াএবংমুম্বাইবিমানবন্দরেররানওয়ে০৯/২৭অস্থায়ীভাবেবন্ধথাকারকারণেফ্লাইটগুলিবিলম্বিতএবংবাতিলকরাহচ্ছে।এয়ারইন্ডিয়াজানিয়েছেযেএইকারণগুলিতাদেরনিয়ন্ত্রণেরবাইরে।যাত্রীদেরঅসুবিধারজন্যবিমানসংস্থাটিক্ষমাচেয়েছে।
#WATCH | Prime Minister Narendra Modi holds a meeting to review the situation related to Cyclone Biparjoy. pic.twitter.com/bYVZh9XWwd
— ANI (@ANI) June 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us