/anm-bengali/media/media_files/2024/12/09/IqMDBCd3Bu2TJS43ffet.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার কি তাহলে পহেলগাঁও হামলা নিয়ে কোনও বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার ? আজ কাশ্মীরের পহেলগাওঁ-এ জঙ্গি হামলার পরেই যথেষ্ট তৎপর হয়ে ওঠে কেন্দ্র সরকার। এই বিষয়টিকে অত্যন্ত্য গুরুত্ব সহকারেই দেখছে কেন্দ্রের বিজেপি সরকার। আর আজ এই বিষয়েই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ফোন ঘোরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশকিছুক্ষন আলোচনাও চলে দুজনের মধ্যে।
/anm-bengali/media/media_files/DI5aAUViCCFx5E51HqeT.jpg)
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র মতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
PM Modi had a telephonic conversation with Union Home Minister Amit Shah on the Pahalgam terror attack and asked him to take all suitable measures. PM also asked the Union Home Minister to visit the site. pic.twitter.com/K3g2b9aa5w
— ANI (@ANI) April 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us