New Update
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ নিজের ২ দিনের গুজরাট সফরে, গুজরাটের ভুজে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এই ভুজ সফরে এসে তিনি মূলত ট্যুরিজমের ওপরেই বিশেষ করে জোর দিয়েছেন। আর এই ট্যুরিজমের ওপর কথা বলতে গিয়েই তিনি ফের একবার পাকিস্তানকে চরম কটাক্ষ করলেন। তিনি বলেন,''আজকের এই সফরে এসে আমি মূলত গুজরাট আর কচ্ছের ট্যুরিজমের ওপরেই কথা বলে চলেছি। কিন্তু অপরদিকে আমরা যদি পাকিস্তানকে দেখি তাহলে সেখানে শুধু সন্ত্রাসবাদ নিয়েই আলোচনা হয়। আমার মনে হয় টেরোরিজমকেই ট্যুরিজম হিসেবে দেখে পাকিস্তান।''
/anm-bengali/media/media_files/2025/05/26/z6yLBhtGWhAYlTfDWgoC.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us