বিশ্ব মাদক বিরোধী দিবসের প্রাককালে দেশের জন্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী

গুরুতর সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল অর্থাৎ ২৬ জুন রয়েছে বিশ্ব মাদক বিরোধী দিবস। আর তার ঠিক আগে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী তাঁর বার্তায় লিখেছেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো কর্তৃক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে অভিযানের জন্য গত ১২ জুন থেকে ২৬ জুন, ২০২৫ পর্যন্ত 'মাদকমুক্ত ভারত পাক্ষিক' অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন রাজ্যে। এই আয়োজন সম্পর্কে জেনে আনন্দিত হলাম”।

তাঁর কথায়, “মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার আমাদের সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি কেবল ব্যক্তিকেই নয়, একটি গোটা সমাজকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে তোলে। পারিবারিক ভাঙন, সামাজিক অপরাধ ও সন্ত্রাসবাদের মতো সমস্যাও বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে, এই গুরুতর সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য”।

“ইতিমধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো অবৈধ চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এর বিরুদ্ধে যে জোরালো প্রচেষ্টা চলছে তা প্রশংসনীয়। অমৃত কালের সময় একটি মহৎ ও উন্নত ভারত গড়ে তোলার প্রচেষ্টা দেখা যাচ্ছে সর্বদিকে। আমার পূর্ণ বিশ্বাস যে এই বিশেষ দিনটি সকলকে এই সমস্যা সম্পর্কে সচেতন করবে এবং 'মাদকমুক্ত ভারত'-এর সংকল্প বাস্তবায়নে সহায়তা করবে। এই মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত সকল কর্মী, সংগঠন এবং সচেতন নাগরিকদের প্রতি তাই আমার শুভকামনা”।

PM_Message_Nasha Mukt Bharat_page-0001

কার্যত, এদিন দেশবাসীর উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।