/anm-bengali/media/media_files/OsP8j9Uwji2jeoZaPJtT.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নবরাত্রির ৯ দিনের উৎসবের আজ পঞ্চম দিন। আজ মা দুর্গার স্কন্দমাতার রূপের পুজো হয়। আর সকাল সকাল সেই কথা মনে করালেন প্রধানমন্ত্রী।
সকালেই নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছেন নরেন্দ্র মোদি। তিনি সকলের উদ্দেশ্যে লেখেন, “আজ নবরাত্রির পঞ্চম দিন, মাতৃপ্রেমের প্রতীক দেবী স্কন্দমাতার বিশেষ পুজো করা হয় এদিন। দেবী মা তার সকল উপাসককে নতুন চেতনা ও নতুন সৃষ্টির আশীর্বাদ করুন এটাই আমার কামনা”।
नवरात्रि में आज ममता की प्रतीक देवी स्कंदमाता की विशेष पूजा होती है। देवी मां अपने सभी उपासकों को नवचेतना और नवसृजन का आशीर्वाद दें, यही कामना है। pic.twitter.com/3AaL8N65Zk
— Narendra Modi (@narendramodi) October 19, 2023
নবরাত্রির পঞ্চম দিনে ভগবান কার্তিকের মা দেবী স্কন্দমাতাকে উৎসর্গ করা হয়। কার্তিকের আরেক নাম স্কন্দ এবং মাতা শব্দের অর্থ মা। এই কারণেই দেবী স্কন্দমাতা নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে, ভক্তরা যখন দেবীর পুজো করেন তখন মায়ের কোলে বসে থাকা ভগবান কার্তিকের আশীর্বাদও মেলে। তিনি দয়ার প্রতীক।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us