‘নারীদের শক্তির’ আসল বর্ণনা দিয়ে সম্মানজ্ঞাপন প্রধানমন্ত্রীর

'বিজেপি 'নারী শক্তি'কে 'ভিক্সিত ভারত'-এর শক্তিতে পরিণত করেছে'৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dc

File Picture

নিজস্ব সংবাদদাতা: বারাসাতের মহিলা সমাবেশে যোগ দিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন "এই বিশাল কর্মসূচিটি প্রমাণ করে যে কীভাবে বিজেপি 'নারী শক্তি'কে 'ভিক্সিত ভারত'-এর শক্তিতে পরিণত করেছে৷ ৯ই জানুয়ারি বিজেপি শুরু করে দেশ জুড়ে 'শক্তি বন্দন' প্রচারাভিযান। এই সময়ে সারা দেশে লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপন করা হয়েছিল এবং আজ, পশ্চিমবঙ্গে স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের জন্য একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলারা আর ঘরে বসে নেই, তারাও এগিয়ে এসেছে পরিবারের দায়িত্ব নিতে। এটাই ‘শক্তি বন্দন’-এর আসল লক্ষ্য”।

Add 1

স্ব

স