রুশ প্রেসিডেন্ট পুতিনকে গীতা উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদি

মোদির টুইট— “গীতার শিক্ষায় বিশ্বজুড়ে মানুষ অনুপ্রাণিত”।

author-image
Aniket
New Update
G7V-wzzbQAAMo5R

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনূদিত ভাগবত গীতার একটি কপি উপহার দিয়েছেন।

এই প্রসঙ্গে এক্স (টুইটার)-এ মোদি লিখেছেন, “প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষায় গীতার একটি কপি উপহার দিয়েছি। গীতার শিক্ষায় সারা বিশ্বের কোটি মানুষ অনুপ্রাণিত হন।”