/anm-bengali/media/media_files/2025/07/03/gu7mtgob0aa8pyf-2025-07-03-23-59-59.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পঞ্চদেশীয় বিদেশ সফরের প্রথম পর্ব শেষ করে ঘানা থেকে ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ঘানা ছাড়ার আগে একাধিক ঐতিহ্যবাহী ভারতীয় হস্তশিল্প উপহার দিয়ে সেখানকার রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে বন্ধুত্বের বার্তা দিয়ে এলেন মোদী।
তবে সেখানে উপহারেও মন কেড়েছেন মোদী।
১ ঘানার রাষ্ট্রপতি জন মাহামা–কে উপহার দেওয়া হয় কর্নাটকের প্রাচীন বিদরি শিল্পে তৈরি একটি ফুলদানি। তামা ও দস্তা দিয়ে তৈরি এই শৈল্পিক বস্তু কর্ণাটকের বিদর শহরের এক পরিচিত হস্তশিল্প।
২ রাষ্ট্রপতির স্ত্রী–র জন্য মোদী উপহার দেন ওড়িশার বিখ্যাত তারাকাশি শিল্পে তৈরি রুপোর কাজ করা একটি হ্যান্ডব্যাগ। কটকের এই শিল্প প্রায় ৫০০ বছরের পুরনো।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/03/gu7m_qiwmaadrvk-2025-07-03-23-51-13.png)
৩ ঘানার উপরাষ্ট্রপতি–কে উপহার হিসেবে দেওয়া হয় কাশ্মীরি পাশমিনা শাল।
৪ সংসদ অধ্যক্ষ আলবান বাগবিন–কে দেওয়া হয় বাংলায় তৈরি শ্বেতপাথরের হাতি, যা ভারতের ঐতিহ্যশালী শিল্পকলার এক অনন্য প্রতীক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/03/gu7npnxxyaaxmiu-2025-07-03-23-51-36.png)
প্রধানমন্ত্রী মোদী ঘানার সংসদেও ভাষণ দেন। সংসদে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ আলবান বাগবিন। সেখানে ভারত ও ঘানার সম্পর্ক মজবুত করার বার্তা দেন মোদী। একইসঙ্গে ভারতের সমৃদ্ধ শিল্প-ঐতিহ্য তুলে ধরেন উপহার-দানের মধ্য দিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us