ভাষণের মাঝেই আবেগপ্রবণ মোদী, থমকে গেল মুহূর্ত

ভাষণ চলাকালীন আজ আচমকাই আবেগপ্রবণ হয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন জানেন?

author-image
SWETA MITRA
New Update
MODI EMOTIONAL.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রেরসোলাপুরেপৌঁছেমঞ্চেবক্তব্যরাখতেগিয়েআবেগাপ্লুতহয়েপড়েনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।শুক্রবাররাজ্যেরসুবিধাভোগীদেরসঙ্গেকথাবলেনতিনি।সময়ছোটবেলারকথাউঠতেইমাঝখানেকয়েকমুহূর্তেরজন্যবক্তব্যথামিয়েদেনতিনি।প্রধানমন্ত্রীআবাসযোজনাপ্রসঙ্গেতিনিবলেন, ছোটবেলায়তাঁরওযদিএমনবাড়িতেথাকারসুযোগহত তাহলে কিই না ভালো হত।  পিএমএওয়াই-আরবান স্কিমের অধীনে নির্মিত বাড়িগুলির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, যা হস্তচালিত তাঁত শ্রমিক, বিক্রেতা, পাওয়ার লুম শ্রমিক, বিড়ি শ্রমিক, ড্রাইভার সহ অন্যান্যদের মতো সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে।