প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করে গোটা বিশ্ব, দাবি সাধ্বী ভগবতীর

বিশ্ব প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উদযাপন করছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন ঋষিকেশের পরমার্থ নিকেতনের সাধ্বী ভগবতী। এদিন তিনি বলেন, "শুধু দেশ নয়, সমগ্র বিশ্ব প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উদযাপন করছে। তিনি শান্তি, স্থায়িত্ব, স্বাস্থ্য, সুখ এবং সম্প্রীতির পক্ষে দাঁড়িয়েছেন। জি২০-এর সময় তিনি যখন 'বসুধৈব কুটুম্বকম' মন্ত্র দিয়েছিলেন, তখন তা কেবল ভারতের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য ছিল। আজ, পরমার্থ নিকেতনে গঙ্গা নদীর তীরে সন্ধ্যায় গঙ্গা আরতি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। সারা বিশ্ব থেকে আরতিতে অংশগ্রহণকারী লোকেরা প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর তাকে শক্তি এবং সুস্বাস্থ্য দিক। তিনি যেন তাঁর জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বের জন্য সেবা চালিয়ে যান"।