Bus Accident: মর্মাহত প্রধানমন্ত্রী, ২ লক্ষ টাকা দেবেন

ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র (Maharashtra)। শনিবার গভীর রাতে মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নাগপুর থেকে পুনেগামী একটি বাস বুলধানায় দুর্ঘটনার কবলে পড়ে।

author-image
SWETA MITRA
New Update
bus modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের বুলধানায় বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।

এর পাশাপাশি দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, "মহারাষ্ট্রের বুলধানায় (Buldhana Bus Accident) ভয়াবহ বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। বুলধানায় বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পিএমএনআরএফ বা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।“ 

  

মহারাষ্ট্রের ইয়াবতমাল থেকে পুনেগামী একটি বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন। এদিকে এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এটিকে "হৃদয়বিদারক" বলে অভিহিত করেছেন।

অমিত শাহ (Amit Shah) লেখেন, "মহারাষ্ট্রের বুলধানা জেলায় সড়ক দুর্ঘটনা হৃদয়বিদারক। শোকের এই সময়ে, এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। সকলের দ্রুত আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।“

অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় তিনিও। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এহেন সড়ক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে আরও বলা হয়েছে, "দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আহতদের সরকারি খরচে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করার ও নির্দেশ দিয়েছেন।“

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনে গামী বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন।এদিকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ টুইটারে শোক প্রকাশ করেছেন এবং যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

উপ মুখ্যমন্ত্রী লিখেছেন, "বুলধানা জেলার পিম্পলখুটায় পুনেগামী বিদর্ভ ট্রাভেলসের একটি প্রাইভেট বাসের দুর্ঘটনায় ২৫ জন নিহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। আমি তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন এবং তাদের সিন্ধখেদারাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত।“