New Update
/anm-bengali/media/media_files/JTKHi4gVgt1FsCtzV81Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সকল বিতর্কের মাঝেই ও অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রবিবার থেকে নতুন সংসদ ভবনের (New Parliament House) পথচলা শুরু হল। এদিন দেশবাসীর উদ্দেশ্যে এই নতুন সংসদ ভবনকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সংসদে প্রবেশ হতেই সকলে ‘মোদী মোদী’ স্লোগান দিতে থাকেন। যা দেখে রীতিমতো আপ্লুত হয়ে যান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | PM Modi enters new Parliament amid 'Modi, Modi' chants and standing ovation. pic.twitter.com/JRNSIImVjm
— ANI (@ANI) May 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us