/anm-bengali/media/media_files/dArVp8W9c09WbkB903ap.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, '২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন।'
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ভবিষ্যতের আয়োজক কমিশনের (এফএইচসি) সঙ্গে সংলাপ প্রক্রিয়া শুরু করে ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, "আজ আমাদের সঙ্গে সেই যুবকও রয়েছেন, যাঁরা অলিম্পিকে ভারতের পতাকা উঁচু করেছিলেন। ১৪০ কোটি দেশবাসীর পক্ষ থেকে আমি আমাদের সমস্ত ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি। প্যারা-অলিম্পিকে অংশগ্রহণের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই ভারতের এক বিশাল দল প্যারিসের উদ্দেশে রওনা দেবে। আমি আমাদের সমস্ত প্যারালিম্পিয়ানদের শুভেচ্ছা জানাই। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন, আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us