'প্রথম সহায়তাকারী' হিসেবে সর্বদা পাশে ভারত ! সাইক্লোন 'দিতওয়া'-র পর শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ফোন প্রধানমন্ত্রী মোদির

কেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদি ?

author-image
Debjit Biswas
New Update
modi

নিজস্ব সংবাদদাতা : সাইক্লোন 'দিতওয়া'-এর তাণ্ডবে শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ শ্রীলঙ্কার গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে-কে টেলিফোনে এই বিষয়ে কথা বলেন এবং দুর্যোগ মোকাবিলায় শ্রীলঙ্কার প্রতি ভারতের অবিচল সংহতি ও সমর্থনের আশ্বাস দেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসানায়েকে ঘূর্ণিঝড়ের পর ভারতের দ্রুত সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভারতীয় উদ্ধারকারী দল এবং ত্রাণসামগ্রী দ্রুত মোতায়েন করার পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই কঠিন মুহূর্তে ভারতের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের জন্য শ্রীলঙ্কার জনগণ কৃতজ্ঞ।

Cyclone

প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট দিসানায়েকে-কে চলমান 'অপারেশন সাগর বন্ধু'-র অধীনে শ্রীলঙ্কাকে ভারতের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। এই অভিযানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার ও ত্রাণ দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত তার 'ভিশন মহাসাগর' (Vision MAHASAGAR) এবং 'প্রথম সহায়তাকারী' (First Responder) হিসেবে তার প্রতিষ্ঠিত অবস্থান বজায় রেখে আগামী দিনেও শ্রীলঙ্কাকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে। এই সহায়তা পুনর্বাসন প্রচেষ্টা, জনপরিষেবা পুনরায় শুরু করা এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে জীবিকা পুনরুদ্ধার করার কাজে ব্যবহার হবে।

দুই নেতা এই বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। ভারতের এই দ্রুত ও ব্যাপক সাহায্য প্রতিবেশী দেশগুলির প্রতি ভারতের 'নেবারহুড ফার্স্ট' নীতির প্রতিফলন।