শিবু সোরেনের প্রয়াণে প্রধানমন্ত্রী মোদীর শোকবার্তা

মোদীর শোকবার্তা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
pm_modi_shibu_soren_1754284011461_1754284011681

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "শিবু সোরেনজি একজন তৃণমূল নেতা ছিলেন, যিনি জনগণের সেবা করতে করতে রাজনীতির শীর্ষে উঠেছিলেন। তিনি আদিবাসী সমাজ, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নে বিশেষভাবে উৎসর্গিত ছিলেন। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে কথা বলেছি এবং শোকপ্রকাশ করেছি। ওম শান্তি।"

Soren was passionate about empowering tribal communities, downtrodden: PM  Modi

শিবু সোরেনের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হল বলে মত দিয়েছেন অনেকেই। প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা দেশের সর্বোচ্চ স্তর থেকে তাঁর অবদানের স্বীকৃতি বলেই বিবেচিত হচ্ছে।