আয়কর এবং GST ছাড়ের যৌথ প্রভাব ! জনগণের সঞ্চয় বাড়বে ২.৫ লক্ষ কোটি টাকারও বেশি

কেন এই দাবি করলেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : আজ নতুন জিএসটি (GST) সংস্কারের বিষয়ে জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই বার্তায় আয়কর এবং জিএসটি (GST) ছাড়ের যৌথ প্রভাব নিয়ে বড় দাবি করলেন তিনি। তিনি বলেন,''যদি আয়করের ছাড় এবং জিএসটি (GST)-তে ছাড়কে একত্রিত করা হয়, তাহলে এই একটি বছরেই নেওয়া এই সিদ্ধান্তগুলি, দেশের মানুষের জন্য ২.৫ লক্ষ কোটি টাকারও অনেক বেশি সঞ্চয় করবে।"

narendra modiio1.jpg

প্রধানমন্ত্রীর মতে, এই বিরাট পরিমাণ সঞ্চয় দেশের মধ্যবিত্ত এবং নিম্ন-আয়ের মানুষের হাতে আরও বেশি করে অর্থ যোগাবে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমবে, যা সরাসরি তাদের সঞ্চয়ে এক ইতিবাচক প্রভাব ফেলবে।