ভারতের জয়, কিং কোহলির জন্মদিনের উপহার! বিরাট খুশি মোদী

ইডেনে ভারতের জয়ে উচ্ছ্বসিত মোদী।

author-image
Aniruddha Chakraborty
New Update
pm modi.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃরোহিত শর্মা টস জিতে ব্যাটিং নেওয়ায় আশঙ্কা জাগছিল ভারতীয় দর্শকদের মনে। সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ঝুঁকি নিচ্ছেন না তো। ভারতীয় দল তো রান তাড়াতেই বেশি স্বচ্ছন্দ। তবে এভাবে একপেশে জিতবে ভারত, তাও আবার রান ডিফেন্ড করে, এমনটা হয়তো প্রত্য়াশা ছিল না। ভারতের দেওয়া ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কিং কোহলির সেঞ্চুরি, রবীন্দ্র জাডেজার পাঁচ উইকেট। বিরাট যেমন সচিনের রেকর্ড ছুঁয়েছেন, তেমনই যুবির রেকর্ড ছুঁলেন জাডেজা। ২৪৩ রানের বিশাল জয়ে শীর্ষস্থানও মজবুত করল ভারত। টানা আট ম্যাচে জয়। ভারতের জয়ে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমাদের ক্রিকেট দল আবারও বিজয়ী হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য দলকে অভিনন্দন। দারুণ টিম ওয়ার্ক। বিরাট কোহলিকে জন্মদিনের দারুণ উপহারও দিয়েছে তারা, যিনি আজ দারুণ ইনিংস খেলেছেন।' 

hire

sssww.jpg